University Leadership Development Camp 2025
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২ দিনব্যাপী কর্মশালা

ক্যাম্পের একটি মুহূর্ত
১৩ ও ১৪ এপ্রিল রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র কমপ্লেক্সে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২ দিনব্যাপী "University Leadership Development Camp 2025" অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
- ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান
- ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসেন
- ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আইউবী
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ
- ইসলামী স্কলার ও সাংবাদিকগণ
ক্যাম্পে অংশগ্রহণকারী
সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ এ ক্যাম্পে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দক্ষ নেতৃত্ব প্রদান ও ইসলামী আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
ক্যাম্পের কিছু মুহূর্ত


ইসলামী ছাত্রশিবিরের এ ধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয় পর্যায়ে যোগ্য নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
0 Comments